শিলিগুড়িতে মন্দির প্রাঙ্গণেই ইস্কনের রথযাত্রা

0
1

করোনার থাবায় একের পর এক উৎসবে ধাক্কা লেগেছে। এবার তার প্রভাব পড়ল রথযাত্রাতেও।এবছর শিলিগুড়িতে ইস্কনের রথযাত্রা মন্দির প্রাঙ্গণেই অনুষ্ঠিত হল। কার পার্কিং-এর জায়গায় ঘোরানো হল রথ। শুধুমাত্র সেবায়েতরাই উপস্থিত ছিলেন। মন্দির চত্বরে ভক্তদের ঢুকতে দেওয়া হয়নি। পরে অবশ্য রথ গেটের সামনে নিয়ে যাওয়া হয় ভক্তদের জন্য। বাইরে দাঁড়িয়েই তাঁরা রথযাত্রা দেখেন।

ইস্কনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানান, “এভাবে রথ পালন করতে হবে, তা কোনওদিন ভাবিনি। কিন্তু পরিস্থিতির কথা মাথায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি”। শুধু রথ নয়, উলটো রথও এভাবেই পালন হবে। রথযাত্রা উপলক্ষ্যে শিলিগুড়ির চেনা ছবি এবার উধাও। কোথাও দেখা যায়নি কোনও পাঁপড় ভাজা বা জিলিপির দোকান।