“আপনাকে খুন করা হবে দিল্লির বাংলোতে গিয়ে।” আচমকা দুটি অজানা মোবাইল নম্বর থেকে পরপর দু’বার ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকে। যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
এমনই অভিযোগ নিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাংসদ দিব্যেন্দু অধিকারী।
ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সাইবার শাখার আধিকারিকরাও।
এই প্রথম নয়। এর আগেও তমলুকের তৃণমূল সাংসদ হলদিয়া ও তমলুকে গাড়ির ওপর হামলার ঘটনার মধ্যে পড়েন। এছাড়াও বছরখানেক আগে এক যুবক ছুরি হাতে তাঁর বাড়িতে পৌঁছে যায়। পুলিশ তাকেও গ্রেফতার করে। তবে এবার সরাসরি খুনের হুমকি পাওয়ায় তিনি নিজেও বেশ নড়েচড়ে বসেছেন। গোটা বিষয়টি পুলিশকে জানিয়েছেন। এবং অভিযুক্তকে খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।