এখনও দগদগে আমফানের তাণ্ডব, ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা মৌসম ভবনের

0
1

এখনও আমফানের রেশ কাটেনি। তারমধ্যেই আবার ঘূর্ণিঝড়ের পূর্বাভাস।

মৌসম ভবনের তরফ থেকে জানানো হয়েছে, এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ওড়িশা উপকূলে। ঘূর্ণাবর্তটি উত্তর ওড়িশা ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠের ০.৯ কিলোমিটার থেকে ৭.৬ কিলোমিটার উপরে দক্ষিণে ঝুঁকে রয়েছে৷

ঘূর্ণাবর্তের অবস্থান দেখে আবহাওয়া দফতরের অধিকর্তারা মনে করছেন, এটি উত্তর-পশ্চিমে অর্থাৎ ওড়িশার দিকেই অগ্রসর হবে৷ তবে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা জানতে আরও দিন তিনেক সময় লাগবে। আপাতত আবহাওয়া দফতরের নজর এখন এই ঘূর্ণিঝড়ের ওপর।