বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে বাম- কংগ্রেস প্রথম বৈঠক বুধবার

0
1

দীর্ঘসময় হাতে নিয়েই সলতে পাকানোর কাজে নেমে পড়ছে রাজ্যের বাম ও কংগ্রেস৷ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আগামীকাল, বুধবার কংগ্রেস ও বামফ্রন্টের প্রথম বৈঠক হতে চলেছে।

এই বৈঠকের দিন ঠিক করেছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷ দু’তরফের অন্দরের খবর, আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই এই বৈঠক৷ বৈঠকে একগুচ্ছ যৌথ কর্মসূচি গ্রহণ করা হতে পারে৷ কোন কোন ইস্যুতে জেলা ও ব্লক স্তর পর্যন্ত যৌথ আন্দোলন নিয়ে যাওয়া হবে, তাও ঠিক করা হবে।

এছাড়া ফ্রন্ট শরিক ফরওয়ার্ড ব্লকের প্রস্তাব অনুসারে বাম ও কংগ্রেস জোটকে কোনও ‘মঞ্চ’র আকার দেওয়া কি’না এবং সেই মঞ্চের নামকরণ নিয়েও এদিন আলোচনা হবে। ওদিকে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব চাইছেন, রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের ভাগাভাগি আগেই হয়ে যাক৷ কিছু আসনে বিশিষ্ট ব্যক্তিদের প্রার্থী করা যায় কি না, তা নিয়েও আলোচনা চায় কংগ্রেস ৷
এই কাজ সেরে রাখলে নির্বাচনের আগে আসন ভাগাভাগি নিয়ে জটিলতা এড়ানো যাবে৷ এই বিষয়ে সিপিএম কী ভাবছে, তা স্পষ্ট হয়নি। গত শুক্রবার, ১৯ জুন এই বৈঠক হওয়ার কথা থাকলেও জোটকে মঞ্চের চেহারা দেওয়া নিয়ে বামফ্রন্টের অন্দরের বিরোধের জেরে ওই বৈঠক হতে পারেনি।