দলীয় কর্মীর মৃতদেহ নিয়ে রাস্তায় হেঁটে সরকারি মামলার গোরোয় পড়লেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। গত শনিবার নিহত বিজেপি কর্মীদের নিয়ে মেদিনীপুর শহরে মিছিল করেছিলেন দিলীপ ঘোষ, সায়ন্তন বসুসহ কর্মী-সমর্থকরা। তার জেরেই মামলা দায়ের করল স্থানীয় প্রশাসন। মেদিনীপুরের কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, মহামারি আইনকে উপেক্ষা করে বিনা মাস্কে হেঁটেছেন বহু কর্মী-সমর্থক। এছাড়া বাইক মিছিলেরও অনুমতি ছিল না প্রশাসনের তরফে, যা সেদিনের মিছিলে দেখা যায়। দিলীপ ঘোষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ১৮৮, ৩৪ নম্বর ধারায় মামলা করা হয়েছে। যা জানার পর রাজ্য বিজেপি সভাপতি বলেছেন, পুলিশ প্রশাসন সব মাথা বিকিয়ে দিয়েছে সরকারের কাছে। এদের কাছ থেকে অন্যরকম কিছু আমি আশা করি না। তবে এভাবে বিজেপিকে আটকানো যাবে না। বদলাও হবে, বদল হবে।