রথযাত্রার পূর্ণ তিথিতে ৯৩ দিন পর নিয়ম-বিধি মেনে খুলে গেল তারাপীঠ মন্দির

0
1

আজ রথযাত্রার পূর্ণ তিথিতে ভোর থেকেই খুলে গেলো তারাপীঠে মা তারা মন্দির। সবমিলিয়ে ৯৩ দিন পর খুলল এই মন্দির। এদিন সকাল থেকেই মা তারার পুজো দিতে আসেন ভক্তরা। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বিধি মেনে পুজো দেন ভক্তরা। তাঁদের মুখে ছিলো মাস্ক।

একইসঙ্গে নিরাপত্তারক্ষীরা পুণ্যার্থীদের দিকে বিশেষ নজর রাখছেন, যাতে তাঁরা স্বাস্থ্যবিধি মেনে চলেন। এদিকে মন্দির কমিটির নির্দেশে গর্ভগৃহে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ হয়েছে। সেমতোই এদিন গর্ভগৃহের বাইরে থেকেই মা তারাকে দর্শন করেন ভক্তরা।

তবে পুজো করিয়ে এনে পুজোর ডালি ভক্তদের হাতে তুলে দেন সেবাইতরা। এদিকে, আজ থেকে মা তারার ভোগ ভক্তরা দিতে পারলেও মন্দির চত্বরে ভোগ খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে।