মন্দিরের চাতালেই মাসির বাড়ি, মাহেশে শুধু নারায়ণ শিলা যাচ্ছে মন্দিরে

0
1

৬২৪ বছরের ইতিহাসে এই প্রথমবার মাহেশের রথের রশিতে টান পড়ল না। গড়াল না রথের চাকা। জগন্নাথ মন্দিরের পাশেই জিটি রোডের উপর দাঁড়িয়ে থাকল তিনতলা রথ। এই পরিস্থিতিতে ভক্ত সমাগমে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। কেবলমাত্র ২৫ জনের তালিকা পাঠানো হয়েছে মন্দিরের পক্ষ থেকে। সকল থেকে ভক্তদের আটকানো যায়নি। মুখে মাস্ক পরে, সানিটাইজারে হাত ধুয়ে জগন্নাথদেবকে প্রণাম সারছেন অনেকেই।

মন্দিরেই তৈরি হয়েছে অস্থায়ী মাসির বাড়ি। আগামী সাতদিন সেখানেই পূজিত হবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। উল্টো রথের দিন ফের তাঁরা মন্দির মূল মন্দিরে ফিরে আসবেন।
মঙ্গলবার, সকাল থেকে তিন বিগ্রহকে গর্ভগৃহ থেকে এনে মন্দিরের চাতালে রাখা হয়েছে। সেখানে চলছে পুজো-অর্চনা।
জগন্নাথ-দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান, ৬২৪ বছরের ইতিহাসে এই প্রথম রথ যাত্রার দিন প্রভু মাসির বাড়ি যাচ্ছেন না। প্রশাসনের কঠোর নির্দেশে সবকিছু রীতিনীতি নিয়ম মেনেই মন্দিরের মধ্যেই সমস্ত সমস্ত কিছু নিয়ম আচার পালন করা হচ্ছে। অস্থায়ী মাসির বাড়ি করে সেখানে নিয়ে হবে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে এবং গত আগামী সাত দিন সেখানে তাদের পূজা-অর্চনা করা হবে । এর সঙ্গে সঙ্গে মন্দির যে নারায়ণ শিলা আছে তাকে নিয়ে যাওয়া হবে মূল মাসির বাড়িতে। বেলা তিনটের পর তাঁরা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন।