দু’দেশের সম্পর্কের অবনতি হবে, মৃত জওয়ানদের তালিকা প্রকাশ নিয়ে দাবি চিনের

0
1

গালওয়ান উপত্যকায় ভারত- চিন সংঘর্ষে শহিদ হয়েছিলেন কুড়ি জন ভারতীয় জওয়ান। কিন্তু ওই সংঘর্ষে কতজন চিনা সেনার মৃত্যু হয়েছে তা প্রকাশ করতে চাইছে না চিন। চিনের বিদেশমন্ত্রক জানিয়েছে, সংঘর্ষে চিনের মৃত জওয়ানদের সংখ্যা নিয়ে কিছু বলার নেই তাদের।

সোমবার চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান, কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দুই দেশ। এই পরিস্থিতিতে মৃত জওয়ানদের তালিকা প্রকাশ করলে কূটনৈতিক আলোচনা বিফলে যাবে। যার আঁচ গিয়ে পড়বে দুই দেশের সম্পর্কের মধ্যে।
প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিং জানিয়েছিলেন, মৃতের সংখ্যা সম্পর্কে কোনও তথ্য দেয়নি চিন। এদিন চিন জানিয়েছে, ভারতের সঙ্গে নতুন করে সম্পর্কের অবনতি করতে চায় না তারা। তাই মৃতের সংখ্যা প্রকাশ্যে আনতে চাইছে না বেজিং।