হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, ছুটে গেলেন মন্ত্রী! তারপর?

0
1

হঠাৎই আস্ত একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। খবর পেয়ে ছুটে গেলেন রাজ্যের মন্ত্ৰী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। ঘটনা তাঁর পাড়ারই।

আজ, মঙ্গলবার ১১/বি চেতলা সেন্ট্রাল রোড। সময় দুপুর দুটো। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতালার ঝুল বারান্দার ছাদ। পুরনো দিনের চুন-সুরকির পাকা বাড়ি। বিপজ্জনক অবস্থায় থাকলেও কলকাতা পুরসভার নোটিশ ছিল না।

বাড়ির সামনে একটি আম গাছ বহু পুরনো দিনের, যেটি আমফান ঝড়ে গোড়া-সহ উপড়ে পড়ে। কেঁপে যায় বাড়ির ভিতও।

জানা গিয়েছে, তিনতলা এই বাড়িটিতে পাঁচটি পরিবারের বাস ছিল। মালিক ও শরিক পক্ষের বিবাদ ছিল। এইজন্য সংস্কার আটকে ছিল।

বরাতজোরে বেঁচে গেছেন বাড়ির নিচের তলার বাসিন্দা মানবেন্দ্র মণ্ডল-সহ অনেকে। এক বাসিন্দার মোটরবাইক ভেঙে চুরমার গেছে বাড়িটি ভেঙে পড়ায়।

ফিরহাদ হাকিম অবশ্য নিজে দাঁড়িয়ে থেকে পদক্ষেপ নেন। এবং ধ্বংসস্তূপ সরানোর কাজে সারাক্ষণ তদারকি করেন।