টালিগঞ্জ থানায় ঢুকে যুবক বললেন, আমি করোনা পজেটিভ!

0
1

মঙ্গলবার বিকেলে টালিগঞ্জ থানায় হঠাৎ চাঞ্চল্য। কিন্তু কেন?

জানা গিয়েছে, এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ জনৈক এক যুবক থানায় চলে আসেন। হাতে একটি মেডিক্যাল সার্টিফিকেট। তিনি জানান, মেডিক্যাল টেস্টে তিনি করোনা পজেটিভ। হাসপাতালে ভর্তি হতে তাকে সাহায্য করা হোক।

সামনে একজন রোগী দাঁড়িয়ে আছেন দেখে টালিগঞ্জ থানার পুলিশ কর্মীরা হতভম্ব হয়ে যান, ভ্যাবাচ্যাকা খেয়ে যান। সম্বিত ফিরে পেয়ে প্রথমেই পুলিশ কর্মীরা তাকে বাইরে একটি জায়গায় বসতে বলেন। এরপর স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে তাকে অ্যাম্বুল্যান্সে চাপিয়ে সেখানে পাঠান। কার্যত রোগীকে থানা থেকে হাসপাতালে ছেড়ে দেওয়ার পর পুলিশকর্মীদের ঘাম দিয়ে জ্বর ছাড়ে।