গরিব কল্যাণ প্রকল্পে ব্রাত্য বাংলা: অন্তর্ভুক্তি চেয়ে মোদিকে চিঠি অধীরের

0
2

পরিচয় শ্রমিকদের জন্য ৫০০০০ কোটির গরিব কল্যাণ রোজগার অভিযান ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কিন্তু সেই তালিকায় নাম নেই পশ্চিমবঙ্গের। এই নিয়ে বা সরব হলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। সোমবার, সাংবাদিক বৈঠক তিনি বলেন, লকডাউনের ফলে লক্ষাধিক পরিযায়ী কর্মী কাজ হারিয়ে বাংলায় ফিরে এসেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ রোজগার অভিযানে নাম নেই পশ্চিমবঙ্গের। এই প্রকল্পে বাংলাকে রাখার আর্জি জানিয়ে মোদিকে তিনি চিঠি লিখেছেন বলে জানান অধীর চৌধুরী।

গরিব কল্যাণ রোজগার অভিযানে ৬টি রাজ্যের ১১৬ টি জেলা অন্তর্ভুক্ত রয়েছে। ওই প্রকল্পের আওতায় পরিযায়ী  শ্রমিকরা ১২৫ দিনের কাজ পাবেন। বাংলায় ১১ লক্ষ শ্রমিক ফিরে এলেও, প্রকল্পের তালিকায় বাংলা নাম নেই। চিঠিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের হয়ে তদ্বির পরিযায়ী শ্রমিকদের হয়ে পার্টি জানান কংগ্রেস সাংসদ।