শাটডাউন পুরীতে নামলো ৫০ পল্টন পুলিশ

0
3
মন্দিরের সামনে তিন রথ

পুরীর রথযাত্রা নিয়ে সোমবার বিকেল থেকে তুমুল ব্যস্ততা। শর্তসাপেক্ষে রথযাত্রার অনুমতি পাওয়ার পর সোমবার সন্ধেয় ঘোষণা, রাত ন’টা থেকে বুধবার দুপুর ২টো অবধি পুরী জেলা শাটডাউন থাকবে। অর্থাৎ কোনও দোকান-বাজার, অফিস-আদালত, অন্যান্য ধর্মস্থান সহ সব কিছুই বন্ধ থাকবে। খোলা থাকবে শুধু জরুরিকালীন পরিষেবা। রাতেই তিনটি রথ চলে আসে পুরীর মন্দিরে। রাতে মন্দির চত্বরের নিরাপত্তা খতিয়ে দেখতে আসেন দক্ষিণাঞ্চলের ডিআইজি সৌমেন্দ্র প্রিয়দর্শী। ইতিমধ্যে পুরী শহরের রাস্তায় নামানো হয়েছে ৫০ পল্টন পুলিশ। কাল রথযাত্রা শুরুর আগে শহর ও জেলার বিভিন্ন জায়গায় আরও ৫০ পল্টন পুলিশ নামবে। সব মিলিয়ে রথযাত্রা নির্বিঘ্নে করতে রাজ্য সরকার কোনওরকমের ফাঁকও রাখতে নারাজ।