ঠিক এক সপ্তাহ আগে গালওয়ান উপত্যকায় শহিদ হয়েছিলেন কর্নেল বি সন্তোষ বাবু। সোমবার তাঁর স্ত্রী সরকারি চাকরি পেলেন। এদিন রাজ্য সরকারের গ্রুপ-১ অফিসারের পদের নিয়োগপত্র তাঁর হাতে তুলে দেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
১৫ জুন গালওয়ানে চিন-ভারত সংঘর্ষে শহিদ হন ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল বাবু সহ ২০ জন জওয়ান। এই ঘটনার পর, তেলেঙ্গানা সরকার জানিয়েছিল
সন্তোষ বাবুর স্ত্রীকে সরকারি চাকরি দেওয়া হবে। একই সঙ্গে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার।
এদিন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী শহিদ কর্নেলের বাড়িতে যান। সেখানে সন্তোষ বাবুর ছবির সামনে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। পরিবারের সঙ্গে কথা বলে ৫ কোটি টাকার চেক এবং রেসিডেন্সিয়াল প্লটের নথি ও গ্রুপ-১ অফিসারের পদের নিয়োগপত্র তুলে দেন তিনি।