তিন দিনের সফরে রাশিয়া গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। চিনের সঙ্গে লাদাখে সংঘর্ষের সাত দিনের মাথাতে রাজনাথের রাশিয়া সফর নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু রাজনাথের মূল উদ্দেশ্য হলো রাশিয়ার কাছ থেকে দ্রুত S-400 সিস্টেম আমদানি করা। এই S-400-র টাকা আগেই দেওয়া ছিল। কিন্তু এগুলি হাতে না পাওয়ায় রাজনাথ কার্যত তদ্বির করতে যাচ্ছেন। এই চুক্তি ছিল ৫.৪ বিলিয়ন ডলারের। গত বছরই পুরো অর্থ ভারত মিটিয়ে দেয়। চিন-রাশিয়া সম্পর্কও যথেষ্ট হৃদ্যতাপূর্ণ। চিনের হাতে এই অস্ত্র ইতিমধ্যে চলে এসেছে। যে কারণেই ভারতের উদ্বেগ বেশি। লাদাখ সঙ্ঘর্ষের পর ভারত পুরনো চুক্তি অনুযায়ী অন্য দেশ থেকে পাওনা সামরিক অস্ত্র ভারতের অস্ত্রশালায় দ্রুত ঢোকাতে মরিয়া। জানা গিয়েছে, রাশিয়া ভারতের প্রাপ্য S-400 অন্য দেশকে দিয়ে দিয়েছে।
তবে শুধু S-400 নয়, সুখোই ও মিগের জন্য রাজনাথ তদ্বির করতে গিয়েছেন। এই কারণে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। থাকবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিকট্রি ডে প্যারেডেও। তবে চিনের সঙ্গে ভারতের সীমান্ত সংঘর্ষের পর নয়াদিল্লির লক্ষ্য থাকবে রাশিয়াকে নিজেদের দিকে রাখা। এই কারণে রাজনাথের সফর কেন্দ্রের কাছে গুরুত্বপূর্ণ।