সুপ্রিম কোর্টের অনুমতি পাওয়ার পরেই এতটুকু সময় নষ্ট না করে বৈঠকে বসে পড়ল সরকার ও পুরীর মন্দির কমিটি। বিকেল ৩.৪৫ মিনিটে পুরসভা, মন্দির কমিটি সহ ২২টি কমিটি এই বৈঠকে অংশ নিয়েছে। এখানে প্রাথমিকভাবে ঠিক হবে রথ টানবেন কতজন সেবাইত। কীভাবে রথের সামনে পিছনে কারা থাকবে। এরপর পুলিশ, মন্দির কমিটি ও পুরসভা আলাদা বৈঠকে বসবে। যেহেতু পুরো ব্যবস্থায় কোথাও নিয়ম লঙ্ঘন হচ্ছে কিনা তার দায়িত্ব রাজ্য সরকারের, তাই ওড়িশার আইনমন্ত্রী চারটেতেই বৈঠকে বসেন। আর মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ভিডিও বৈঠকে সব পক্ষের সঙ্গে কথা কথা বলে পরিস্থিতি নিয়ে কথা বলবেন। সন্ধে ৭টার পর রথযাত্রার চিত্রটি পরিষ্কার হয়ে যাবে।