বাড়ছে সংক্রমণ: বন্ধ হল হংকং মার্কেট

0
1

সংক্রমণ বাড়ছে। তাই একের পর এক মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে শিলিগুড়িতে। ইতিমধ্যেই রেগুলেটেড মার্কেট সহ চম্পাসারি বাজার বন্ধ হয়েছে। এবার বন্ধ হল হংকং মার্কেট। মঙ্গলবার থেকে বন্ধ করা হবে বিধান মার্কেটও। কারণ, এই মার্কেট থেকে বেশ কয়েকজন ভাইরাস আক্রান্ত হন। বাজার কমিটির সদস্যরাও আক্রান্ত হয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর। সেই কারণেই এই সিদ্ধান্ত।

শহরের অন্যতম বড় এই দুটো মার্কেট বন্ধ হওয়ায় কার্যত লকডাউনের চেহারা নেবে শিলিগুড়ি শহর। কিন্তু সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েদেন হংকং মার্কেট ব্যাবসায়ী সমিতির সম্পাদক তপন সাহা। আপাতত ৩০ জুন অবধি বন্ধ থাকবে এই বাজারগুলি। শহরের এই মার্কেটগুলিতে দোকানিরা বিধিনিষেধ মেনে চললেও, আতঙ্কেই তাঁরা মার্কেট বন্ধ করেছেন। তারপর আবার বৈঠক করে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।