রথযাত্রা নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চায় না সরকার। সেই কারণে সোমবার রাত ৯ টা থেকে বুধবার দুপুর দুটো পর্যন্ত পুরীতে সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার শর্তসাপেক্ষে রথযাত্রার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। সেই শর্ত মেনেই মঙ্গলবার রাজপথে গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা। কিন্তু এক্ষেত্রে কোনও ভক্ত সমাগম হবে না। এমনকী, দোকান-বাজার যাতে খোলা না থাকে, সেই জন্যেই পুরী জেলা জুড়ে সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করা হয়েছে।