গালওয়ান সংঘাতের প্রায় এক সপ্তাহ পর চিনা সেনাকর্তার মৃত্যুর খবর প্রকাশ্যে আনল বেজিং৷
সংঘর্ষের পর সীমান্তে উত্তেজনা কমাতে ভারত ও চিনের মধ্যে সামরিক স্তরে আলোচনা চলছে৷ সেই আলোচনাতেই গালওয়ানে তাদের সেনামৃত্যুর কথা মেনেছে
চিনা সামরিক বাহিনী। ১৫ জুনের সেই ঘটনার পর ভারতীয় তরফে বলা হয়েছিলো গালওয়ান সংঘাতে শহিদ হয়েছেন ২০ জওয়ান। চিনের তরফে হতাহত কমপক্ষে ৪৫ জন। এতদিন বেজিং ভারতের দাবির পক্ষে বা বিপক্ষে কোনও বিবৃতি দেয়নি। সোমবারের বৈঠকে সেই প্রসঙ্গ তুলে নিজেদের সেনামৃত্যুর কথা স্বীকার করেছে চিনা প্রশাসনিক কর্তারা৷ জানা গিয়েছে, সেই সংঘাতের জেরে ৭৬ জন ভারতীয় সেনা জখম হয়েছেন। তাঁদের জম্মু ও লেহ’র সেনা হাসপাতাল চিকিৎসা চলছে। আগামী এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে কাজে ফিরবেন তাঁরা।