ভারতের হাতে আটক হয়েছিল চিনের সেনারা। গত সোমবার পূর্ব লাদাখ সীমান্তে সংঘর্ষের পর বহু চিনা সেনা আটক হয়েছিল। চাঞ্চল্যকর দাবি করলেন প্রাক্তন সেনাপ্রধান তথা কেন্দ্রের সড়ক ও পরিবহন দফতরের প্রতিমন্ত্রী মেজর জেনারেল ভি কে সিং। শুধু তাই নয়, ভারতের তুলনায় দ্বিগুণ ক্ষতি হয়েছে চনের বলে দাবি করেছেন তিনি।
১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে কতজন চিনা সেনার মৃত্যু হয়েছে? সে সম্পর্কে কোনও তথ্য দেয়নি বেজিং। এদিকে ভারতের ২০ জন জওয়ান শহিদ হয়েছেন। জানা গিয়েছে, ওই সংঘর্ষের পর ভারতের বেশ কয়েকজন সেনাকে আটকে রেখেছিল চিন। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়। ভি কে সিং- এর বক্তব্য, “চিনের সেনাদের আটকে রেখেছিল ভারত। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।” তাঁর কথায়, “পেট্রল পয়েন্ট ১৪ নিয়ে ঝামেলা শুরু হয়। ওই অঞ্চল এখনও ভারতের দখলে আছে। গালওয়ান উপত্যকার কিছুটা আছে চিনের দখলে। সংশ্লিষ্ট অঞ্চল ১৯৬২ সাল থেকে চিনের দখলে আছে।”





























































































































