নজির তৈরি করে দিলীপকে ফোন মুখ্যমন্ত্রীর, অনুষ্ঠান বাতিল করে সর্বদলে আসুন

0
1

রাজ্য রাজনীতিতে নজির তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির উর্ধ্বে কীভাবে উঠতে হয়, তার প্রমাণ রাখলেন সোমবার। বুধবার রাজ্য সরকারের ডাকা সর্বদল বৈঠকে থাকছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার বিকেল তিনটের এই বৈঠকে থাকার জন্য বিজেপি রাজ্য সভাপতিকে নিজেই ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের থাকার জন্য মুখ্যমন্ত্রী দিলীপকে অনুরোধ করেন। বিজেপি রাজ্য সভাপতি জানান তাঁর পূর্বনির্ধারিত একটি দলীয় সফর রয়েছে পূর্ব মেদিনীপুরে। তাই তিনি থাকতে পারবেন না। কিন্তু মুখ্যমন্ত্রী তাঁর অননুকরণীয় ভঙ্গিতে জানান, ওই অনুষ্ঠানে যেতে হবে না। আপনি সর্বদল সভায় আসুন। এরপর দিলীপ জানান, যেহেতু মুখ্যমন্ত্রী নিজেই এই অনুরোধ করেছেন, তাই তিনি সফর বাতিল করে বুধবার বিকেল তিনটের নবান্নের সর্বদল সভায় থাকবেন। করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এই বৈঠক। রাজ্যের সার্বিক ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী যে রাজনীতির ঊর্ধ্বেই থাকতে চান, তা বিরোধীদলের নেতাদের বুঝিয়ে দিলেন। নিঃসন্দেহে একটি নজির তৈরি করলেন মুখ্যমন্ত্রী।