২৪ ঘণ্টায় দেশে নভেল ভাইরাস আক্রান্তে রেকর্ড মৃত্যু, সংক্রমণও ঊর্ধ্বমুখী

0
1

মারণ ভাইরাসে এবার একদিনে সর্বাধিক আক্রান্তের মৃত্যু ঘটল ভারতে। গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ৪৪৫। একইসঙ্গে

প্রতিদিনই আক্রান্ত বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সারা দেশে এখনও পর্যন্ত মহামারিতে আক্রান্তর সংখ্যা প্রায় ৪ লক্ষ ২৫ হাজার ছাড়িয়েছে। বিশ্বে বিধ্বস্ত দেশ গুলির মধ্যে ভারতের এখন চতুর্থ। আজ, সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী সারা দেশে সক্রিয় আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৭৪ হাজার ৩৮৭। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬৯৯ জনের।

তবে স্বস্তির খবরও আছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৩৭ হাজার ১৯৫ জন। সারা দেশে সুস্থ হওয়ার হার ৫৫.৭৭ শতাংশ। আক্রান্তর থেকে সুস্থ হওয়ার অনুপাত বেশি।