হঠাৎ ভেঙে পড়ল শ্রীরামপুর রাজবাড়ির একাংশ। এই বাড়িতেই হয়েছিল অনীক দত্ত পরিচালিত ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার শুটিং। সোমবার ভেঙে পড়ে প্রায় ৩৫০ বছরের পুরনো রাজবাড়ির একাংশ। এদিন যে অংশটি ভেঙে পড়ে তার নীচেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের কাজ চলে। উপরে ছোটদের স্কুল। কিন্তু সরকারি নির্দেশে স্কুল বন্ধ। এক্সচেঞ্জ অফিসেও বেশি লোকজন না থাকায় বড় দুর্ঘটনা এদিন এড়ানো গিয়েছে। দীর্ঘদিন রক্ষণাবক্ষেণ না হওয়ায় এই রাজবাড়ির একাংশ ভেঙে পড়েছে বলে অনুমান। এই রাজবাড়িতে হয়েছিল অনীক দত্তের জনপ্রিয় বাংলা ছবি ‘ভূতের ভবিষ্যৎ’-এর শুটিং। এই বাড়িটিকে ভূতেদের আস্তানা হিসেবে দেখিয়েছিলেন পরিচালক। সেই বাড়ির একাংশ এদিন ভেঙে পড়ল।