যোগব্যায়ামে দারুণ “তিনরঙা” কর্মসূচি জে এন রায় হাসপাতালে

0
1

মধ্য কলকাতার জে এন রায় হাসপাতালের বিরাট ছাদে অভিনব উপায়ে পালিত হল যোগ দিবস। সজল ঘোষ, শুভ্রাংশু ভক্তর উদ্যোগে খোলা ছাদে জাতীয় পতাকার তিনরঙা পোশাক পরে যোগব্যায়াম করলেন বহু মানুষ। নির্দেশক ছিলেন মন্দিরা চৌধুরী।