এদিনের বলয়গ্রাসে ঢাকা পড়বে সূর্যের প্রায় ৯৯ শতাংশ সেজন্যই একে গভীরতম গ্রহণ বলে অভিহিত করা হয়েছে। এখনও পর্যন্ত কলকাতার আকাশ মেঘলা। গ্রহণ কতটা দেখা যাবে তা নিয়ে রয়েছে সংশয়।
দিল্লি – ৯৪% গুয়াহাটি – ৮০% পাটনা – ৭৮% শিলচর – ৭৫% কলকাতা – ৬৬% মুম্বই – ৬২% বেঙ্গালুরু – ৩৭% চেন্নাই – ৩৪% পোর্ট ব্লেয়ার – ২৮%