আন্তর্জাতিক যোগ দিবস: বরফের উপর যোগাভ্যাস ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের

0
3

চারদিক শুধুই সাদা। ছেয়ে গিয়েছে বরফে। মাইনাস তাপমাত্রা। এই হাড়কাঁপান ঠান্ডাতেই পালন হল আন্তর্জাতিক যোগ দিবস। বরফের মধ্যে যোগাভ্যাস করলেন ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের আধিকারিকরা। লাদাখে ১৮ হাজার ফুট উচ্চতায় পুলিশ আধিকারিকদের যোগাভ্যাস করতে দেখা গিয়েছে। সূর্যনমস্কার, প্রাণায়াম প্রভৃতি যোগের একাধিক বিষয় একটি নির্দিষ্ট শৈলীতে করতে দেখা গিয়েছে তাঁদের। লাদাখ থেকে বদ্রীনাথ, সব জায়গায় পালন করা হল যোগ দিবস।

দেখুন সেই ছবি…