বছরের প্রথম সূর্যগ্রহণ। তবে এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নয়, আংশিক সূর্যগ্রহণও একে বলা যাবে না। এই সূর্যগ্রহণকে বলয়গ্রাস গ্রহণ বলছেন বিশেষজ্ঞরা।
আজ সূর্যগ্রহণ ভারত-সহ নেপাল, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ইথিওপিয়া এবং কঙ্গোতে দেখা যাবে। এই গ্রহণকে বলয়গ্রাস গ্রহণ বলছেন বিশেষজ্ঞরা।
এই সূর্যগ্রহণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর প্রভাব কোন রাশির ওপর কেমন ভাবে পড়বে।
মেষ- সূর্যগ্রহণের প্রভাবে এই রাশির জাতক-জাতিকারা সাফল্য পেতে পারেন। মান-সম্মানও বৃদ্ধি পাবে।
বৃষ- বৃষ রাশির জাতক-জাতিকাদের সূর্যগ্রহণের ফলে ব্যবসা ও চাকরিতে সমস্যা দেখা দিতে পারে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
মিথুন- সূর্যগ্রহণের কারণে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতকদের। বাদ-বিবাদ নানা সমস্যায় ফেলতে পারে।
কর্কট- সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বড় ক্ষতির মুখে পড়তে পারেন।
সিংহ- সূর্যগ্রহণের প্রভাবে সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনসঙ্গীর সুখ, লাভ প্রাপ্তির সম্ভাবনা।
কন্যা- এই সূর্যগ্রহণ আপনার জন্য ভালো সময় নিয়ে আসবে।
তুলা- বাক-বিতণ্ডা এড়িয়ে চলুন, নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন। কাউকে অকারণে আঘাত করবেন না।
বৃশ্চিক- সূর্যগ্রহণের প্রভাবে কষ্টের সম্মুখীন হতে হবে। এই রাশির জাতকদের বিশেষ ভাবে সাবধান থাকতে হবে।
ধনু- জীবনসঙ্গীর কাছ থেকে কষ্ট পাবেন। তবে খারাপ সময় কেটে যাবে।
মকর- সূর্যগ্রহণের সময় কিছু সাধারণ সাবধানতা অবলম্বন করবেন।
কুম্ভ- সূর্যগ্রহণের প্রভাবে কুম্ভ রাশির জাতকেরা অবসাদ ও মানসিক সমস্যায় ভুগবেন। নিজের মধ্যে যন্ত্রনা চেপে না রেখে কাছের মানুষকে সব খুলে বলুন।
মীন- মীন রাশির জাতকদের সূর্যগ্রহণের প্রভাবে রোগের কষ্ট বাড়বে। বিভিন্ন সমস্যা সামনে আসতে পারে।
গ্রহণের ফলে মেষ, সিংহ, কন্যা ও মকর রাশিতে অশুভ প্রভাব ফেলবে না। বৃষ, মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক, ধনু, কুম্ভ এবং মীন রাশির লোকদের সতর্ক থাকতে হবে। বৃশ্চিক রাশির লোকদের এতে বিশেষ যত্ন নিতে হবে। রবিবার গ্রহণের সময় স্নান করা, দান করা এবং মন্ত্র জপ করা বিশেষ ফলদায়ক হবে।