ভারত-চিন সমস্যা সমাধানে দু’দেশের সঙ্গেই কথা বলব : ট্রাম্প

0
2

লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষের ওপর প্রথম থেকেই নজর রেখেছিল আমেরিকা। এবার ভারতীয় সেনার ওপর চিন সেনার হামলা নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার ওকলাহোমাতে নির্বাচনী প্রচারে যাওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, “এটা খুবই কঠিন পরিস্থিতি। আমরা ভারতের সঙ্গে কথা বলছি। আমরা চিনের সঙ্গে কথা বলছি। ওখানে একটা বড় সমস্যা তৈরি হয়েছে। ওরা একে অন্যের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। আমরা ওদের সাহায্য করব। ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করব।”