কর্মহীন, আয়হীন গরিবদের জন্য বিনামূল্যে সব্জিবাজার করল সিপিআইএম। বেলেঘাটা তিন নম্বর এরিয়া কমিটির অধীন 28 নম্বর ওয়ার্ডে, রাজা দীনেন্দ্র স্ট্রিটে। কুপনবিলির মাধ্যমে প্রায় 250 পরিবারকে সব্জি দেওয়া হয়। কুপনছাড়া এলেও কোনো গরিব পরিবারকে ফেরানো হয়নি। দেওয়া হয় আলু, পেঁয়াজ, পটল, ঢেঁড়স, কুমড়ো, লঙ্কাসহ নানা সব্জি। উপস্থিত ছিলেন রূপা বাগচী, পারমিতা সেনসহ সিপিআইএম নেতৃত্ব ও সংগঠকরা।
 
 
 
 




























































































































