ফের দেশে একদিনে সর্বাধিক করোনা আক্রান্তের নিরিখে রেকর্ড তৈরি হলো। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা পজিটিভ হয়েছেন ১৫,৪১৩ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,১০,৪৬১। এই ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩০৬ জনের। সব মিলিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩,২৫৪। আজ, রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
একইসঙ্গে জানানো হয়েছে, বর্তমানে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১,৬৯,৪৫১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২,২৭,৭৫৫।