অভিনেতার আত্মহত্যায় প্ররোচনা, রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা বিহারে

0
1

সুশান্ত সিংহ রাজপুত চলে যাওয়ার ৭ দিনের মাথায় তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা হলো৷ বিহারের মুজফফরপুরের আদালতে মামলাকারীর অভিযোগ, সুশান্তকে মানসিক এবং আর্থিক ভাবে হেনস্থা করেছেন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী। তার জেরেই আত্মঘাতী হয়েছেন অভিনেতা৷ মামলা দায়ের করেছেন কুন্দন কুমার নামে এক ব্যক্তি। শনিবার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট মুকেশ কুমারের আদালতে

অভিযোগ পেশ করা হয়েছে৷ কুন্দনের আইনজীবী কমলেশ সংবাদমাধ্যমে জানিয়েছেন, “সুশান্তের মৃত্যুর পর থেকে আমার মক্কেল হতাশায় ভুগছেন। ভারতীয় দণ্ডবিধির ৩০৬ বা আত্মহত্যার প্ররোচনা দেওয়া এবং ৪২০ ধারা বা প্রতারণার অভিযোগে আদালতে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মাসেরই ২৪ তারিখ ওই মামলার প্রথম শুনানির দিন ধার্য হয়েছে।