বলয়গ্রাস দেখতে ইছামতীর পাড়ে দুই বাংলার মানুষের ঢল

0
1

বসিরহাটের ইছামতী ব্রিজ ও টাকি সীমান্তে নদীর পাড়ে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখতে সব বয়সের মানুষের ভিড়। সকাল থেকে সময় যত এগোচ্ছে, তত আবেগ আপ্লুত হয়ে পড়ছেন আট থেকে আশি।

একদিকে টাকি সীমান্তের ওপারে বাংলাদেশের মানুষও সকাল থেকে ইছামতী নদী ধারে ভিড় করেছেন। ব্রিজের উপরেও দাঁড়িয়ে এই মহাজাগতিক বিরল দৃশ্যের সাক্ষী থাকতে চাইছেন অনেকে।