বেহালার যুবকের রহস্য মৃত্যু! হত্যা নাকি আত্মহত্যা?

0
1
প্রতীকী ছবি

বেহালার সত্যেন রায় রোডের একটি বাড়ি থেকে দরজা ভেঙে এক যুবকের দেহ উদ্ধার করলো পুলিশ। এরপর স্থানীয় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। যুবকের নাম গৌতম চক্রবর্তী (৩৯)।

মৃত যুবকের হাতের শিরা কাটা ছিল। নাক-মুখ দিয়েও রক্ত বেরোনোর চিহ্ন দেখা যায়। মৃতের আত্মীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল সে। তার জন্য চিকিৎসাও চলছিল। সম্প্রতি, পাড়ার ক্লাবের সাহায্যে সে দিন যাপন করত বলে বাড়ির লোকের জানিয়েছে।

প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। এর আগেও বেশ কয়েকবার সে আত্মহত্যার চেষ্টা করেছিল বলে পারিবারিক সূত্রে জানা যাচ্ছে। তদন্তে নেমেছে বেহালা থানার পুলিশ।