দাঁতনে বিজেপি নেতা ‘খুন’, থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি সায়ন্তনের

0
3

দাঁতনে বিজেপি নেতা খুনের ঘটনায় উত্তেজনা। শনিবার নিহত বিজেপি নেতার দেহ নিয়ে এলাকায় মিছিল করেন বিজেপি নেতৃত্ব। সেখানেই দলীয় কর্মী-সমর্থকদের সামনে বিজেপি নেতা সায়ন্তন বসু, দাঁতন থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। তিনি বলেন, “ছমাস সময় দিন। পুলিশকে বুঝে নেব”। তিনি অভিযোগ করেন পরিকল্পনা করে খুন করা হয়েছে বিজেপি নেতাকে।

এদিকে জেলা পুলিশ সূত্রে খবর, পরিযায়ী শ্রমিকদের মধ্যে গোলমালের জেরে ওই বিজেপি নেতা মৃত্যু হয়। তিনি নিজেও একজন পরিশ্রমী ছিলেন।
শান্তনুর হুমকির জবাবে তৃণমূল নেতা অজিত মাইতি বলেন, ” সায়ন্তন বসুকে জনগণই জ্বালিয়ে দেবে”। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে