উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টি চলবে। কোচবিহার-আলিপুরদুয়ার-জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে।
তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয়বাষ্প থাকায় আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সোমবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে এমনই পূর্বাভাস দেওয়া হলো।
পাশাপাশি, কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকলেও পরে মেঘলা আকাশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি যখন হবে না তখনই আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামীকাল, রবিবার দক্ষিণবঙ্গে বীরভূম-মুর্শিদাবাদে ভারী বৃষ্টি সম্ভাবনা।