শীর্ষ আদালতের ‘ভার্চুয়াল’ শুনানিতে সাধারণ পোষাকে এবং বিছানায় শুয়ে অংশ নিলেন এক আইনজীবী৷ এই দৃশ্য দেখে চরম অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট কড়া ভাষায় ওই আইনজীবীকে বলেছে, “ন্যূনতম শিষ্টাচার মেনে চলুন এবং ক্ষমা চান।”
ভিডিও শুনানিতে অংশ নেওয়া এক আইনজীবীকে দেখা যায় টি-শার্ট গায়ে বিছানায় শুয়েই সওয়াল করছেন৷ সঙ্গে সঙ্গে কার্যত ক্ষিপ্ত সুপ্রিম কোর্ট বলেছে, শুনানির সময় আদালত সংক্রান্ত ন্যূনতম শিষ্টাচার মেনে চলা উচিত। শীর্ষ আদালত পর্যবেক্ষণ জানিয়েছে, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানির সময় আইনজীবীদের উপস্থিতি “উপস্থাপনযোগ্য” হওয়া উচিত এবং অবাঞ্ছিত কোনো ছবি এড়ানো উচিত।
এর পরেই ওই আইনজীবী ক্ষমাপ্রার্থনা করেন৷ বিচারপতি এস রবীন্দ্র ভাট ওই ক্ষমাপ্রার্থনা গ্রহণও করেন। আইনজীবী নিজের দোষ স্বীকার করে বলেছেন, “টি-শার্ট পরে, বিছানায় শুয়ে আদালতের সামনে নিজেকে দাঁড় করানো তাঁর উচিত হয়নি”।
হরিয়ানার রেওয়ারিতে ঝুলে থাকা এক মামলা বিহারের জেহানাবাদের আদালতে স্থানান্তরের আবেদন নিয়েই সুপ্রিম কোর্টে ওই আইনজীবী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানিতে অংশ নিয়েছিলেন৷
শীর্ষ আদালত বলেছে, ভিডিও শুনানিতে উপস্থিত হলে উপযুক্ত নয়, এমন ছবি এড়ানো উচিত। বাড়ির কোন গোপনীয়তা না প্রদর্শিত করাই উচিত।
আদালত বলেছে, ভার্চুয়াল শুনানিই এখন একমাত্র পথ। ফলে শুনানিতে অংশ নেওয়ার সময় পোশাক অথবা পটভূমি সম্পর্কে ন্যূনতম শিষ্টাচার মেনে চলা উচিত।
কিছুদিন আগে রাজস্থান হাইকোর্টের একটি ভিডিও শুনানিতে এক আইনজীবী স্যান্ডো গেঞ্জি পরেই শুনানিতে অংশ নেন। উপযুক্ত পোশাক না পরে শুনানিতে আসার জন্য ওই আইনজীবীকে সেদিন ভর্ৎসনা করে হাইকোর্ট।