গোটা দেশের মতোই রাজ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। বাড়ছে মৃত্যুও। যা ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে মানুষের মনে। সংখ্যাটা সামনে এলেই চমকে উঠতে হয়।
বাংলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৪১ জনের শরীরে মিলল মারণ ভাইরাস করোনার হদিশ। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩,৫৩১। এই ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে আরও ১১ জন করোনা রোগীর। ফলে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৪০। আজ, শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৫,১২৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬২ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,৮৬৫।