করোনা আক্রান্ত ক্রিকেটার মাশরাফি বিন মোর্তাজা

0
1

করোনায় আক্রান্ত হলেন বাংলাদেশের ক্রিকেটার মাশরাফি বিন মোর্তাজা।  জানা গিয়েছে, তিনি গত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন। শুক্রবার রাতে তাঁর করোনা পরীক্ষা করা হয়। শনিবার রিপোর্ট পজেটিভ এসেছে। বাড়ির অন্য সদস্যরা এখনও সুস্থ, কারও করোনার উপসর্গ দেখা দেয়নি। পরিবারের এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, এখন মাশরাফির জ্বর নেই। চিকিৎসক হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন। বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর। আছেন ঢাকার মিরপুরের বাড়িতে। করোনার উপসর্গ থাকায় শুক্রবার লালারস পরীক্ষা করিয়েছিলেন মাশরাফি। শনিবার দুপুরে সেই পরীক্ষার ফলাফলে পজিটিভ রিপোর্ট এসেছে।

উল্লেখ্য, গত ১৫ জুন মাশরাফির শাশুড়ি ও শ্যালিকার মেয়ের করোনা পজিটিভ ধরা পড়ে। জানা গিয়েছে, তাঁরা ঢাকায় ইবনে সিনা হাসপাতালে রয়েছেন।