চিনের রক্ত চক্ষু উপেক্ষা করে পূর্ব লাদাখে গালওয়ান নদীর উপর ব্রিজ নির্মাণ কাজ শেষ হলো। সহজেই গালওয়ান নদী পেরিয়ে যাওয়া যাবে এই নয়া ব্রিজটির জন্য। জানা গিয়েছে, দারবুক থেকে দৌলত বাগ ওল্ডি অবধি বিস্তৃত ২৫৫ কিমির রাস্তাকে রক্ষা করবে এই ব্রিজ।
ভারতীয় সেনা সূত্রে খবর, সংশ্লিষ্ট অঞ্চলে চিনের গতিবিধি বৃদ্ধি ব্রিজ নির্মাণের বড় কারণ। বৃহস্পতিবার ব্রিজটির নির্মাণ শেষ হয়েছে। বেইলি ব্রিজ থেকে ২ কিলোমিটার পূর্বে পেট্রোলিং পয়েন্ট ১৪ তে সোমবার রাতে দুই দেশের সংঘর্ষ হয়। সেখানেই শহিদ হন ২০ জন ভারতীয় জওয়ান।
প্রসঙ্গত, গালওয়ান উপত্যকাটাই চিনের বলে দাবি করছে ওই দেশের বিদেশমন্ত্রক। কংক্রিটের এই ব্রিজ ভারতের সেনাকে প্রত্যন্ত এলাকায় পৌঁছতে সাহায্য করবে। পরিস্থিতি খারাপ হলে বিকল্প পথ হিসেবে এই ব্রিজ ব্যবহার করা যাবে।