ফের শহরের বুকে বিক্ষোভ বেসরকারি নামি ইংরেজি মাধ্যম স্কুলের অভিভাবকদের। আজ, শনিবার সকাল থেকেই পাম এভিনিউয়ে অশোক হল গার্লস হাইয়ার সেকেন্ডারি স্কুলের সামনে অভিভাবরা বিক্ষোভ দেখান।
অভিভাবকদের বক্তব্য, করোনা আবহে রাজ্য তথা দেশজুড়ে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সবাই যাচ্ছে। আর এই পরিস্থিতিতে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। অনেকে বেতনের অধিকাংশ কমে গিয়েছে। আর এই পরিস্থিতিতে যদি স্কুল কর্তৃপক্ষ অতিরিক্ত মাত্রায় ফি বাড়ায় তা অভিবাবকদের পক্ষে দেওয়া সম্ভব নয়।
তাই অভিভাবকদের দাবি, তাঁরা স্কুলের ফি দেবে অবশ্যই ।কিন্তু তা ৫০% আর এই পরিস্থিতে তিনমাস স্কুল বন্ধ। তাই বাসের ফি-সহ অতিরিক্ত মাত্রায় যে ধরণে টাকা চাওয়া হচ্ছে, সেটা দেওয়া সম্ভব নয়।
এবং তাঁরা চাইছেন, অবিলম্বে স্কুল কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে কথা বলুক। একটা সমঝোতার মধ্যে আসুক। কিন্তু এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনও নোটিশ বা কেউ কথা বলেননি বলে জানাচ্ছেন অভিবাবকরা।
লকডাউন পর্বে ইতিমধ্যে শহর কলকাতায় একাধিক স্কুলের সামনে দেখা গেছে অতিরিক্ত ফি নেওয়ার কারণে অভিভাবকদের বিক্ষোভ। এবার সেই তালিকায় যুক্ত হলো অশোক হল গার্লস হাইয়ার সেকেন্ডারি স্কুলও।