সূর্যগ্রহণ নিয়ে জরুরি তথ্য, কুসংস্কারকে প্রশ্রয় নয়

0
3

খালি চোখে সূর্যগ্রহণ নয়

খালি চোখে এক সেকেন্ডের জন্যও সূর্য গ্রহণ দেখবেন না। রেটিনার উপর মারাত্মক প্রভাব ফেলে। দৃষ্টিশক্তি এই কারণে হারানোর সম্ভাবনাও থাকে।

কীভাবে দেখবেন?

পেরিস্কোপ, টেলিস্কোপ, সানগ্লাসের সাহায্যে দেখুন সূর্য গ্রহণ। সূর্যরশ্মি অত্যন্ত সংবেদনশীল থাকে, যা চোখে প্রভাব ফেলে। এছাড়াও এক্স-রে প্লেটের সাহায্যেও দেখা যায়।

কুসংস্কার ত্যাগ করুন

শাড়িতে সেফটিপিন না লাগানো, ধাতব গয়না না পড়া কিংবা সূর্যগ্রহণের রাখা খাবার না খাওয়া পুরোটাই কুসংস্কার। তুলসী গাছ স্পর্শ করা, চুল-দাড়ি না কাটা, বাইরে না বেরনো, কোনওটারই কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।