লাদাখের গালওয়ান উপত্যকায় বেআইনি অনুপ্রবেশকারী চিনা সেনাদের হামলায় ২০ জন ভারতীয় সেনার মৃত্যুতে শোকপ্রকাশ করল আমেরিকা। এই ঘটনায় ভারতীয় নাগরিকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে ট্রাম্পের দেশ। শুক্রবার মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও শোকপ্রকাশ করে টুইট করেন। তিনি বলেছেন, চিনের সঙ্গে সংঘর্ষে যে প্রাণহানি ঘটেছে সেজন্য ভারতের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি আমরা। আমরা নিহত সেনাদের পরিবার ও প্রিয়জনদের সমবেদনা জানাই। এর আগে ঘটনার পরপরই আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছিল, ইন্দো-চিন সীমান্ত বিরোধ শান্তিপূর্ণ পথে মীমাংসা হবে বলে তাদের আশা।





























































































































