লাদাখ সীমান্তে চিন সেনার আগ্রাসন ও নিরস্ত্র ভারতীয় নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনা বাংলার দুই জওয়ান-সহ কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে।
সেই শহিদ জাওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হলো বিশ্বভারতীর উপাচার্যের কার্যালয়ের সামনে। নীরবতা পালন, সংগীত ও পুষ্পস্তবকের মাধ্যমে শহিদদের শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী-সহ অন্যান্য অধ্যাপক ও ছাত্রছাত্রীরা।