প্রতি রাজ্যে কোভিড পরীক্ষার চার্জ একই হোক, নির্দেশ সুপ্রিম কোর্টের

0
5

করোনা সংক্রমণের পরীক্ষা করাতে গিয়ে নাজেহাল হচ্ছেন দেশের সাধারণ মানুষ । একদিকে টানা লকডাউন অন্যদিকে গোদের ওপর বিষফোঁড়ার মতো ঘাড়ে চাপছে কোভিড- ১৯ পরীক্ষার খরচ। তাদের কিছুটা হলেও স্বস্তি দিল দেশের সর্বোচ্চ আদালত । গোটা দেশে করোনা পরীক্ষার খরচ এক হওয়া উচিৎ। কেন্দ্র সরকারের উচিৎ এই মূল্য নির্ধারণ করা। মত সুপ্রিম কোর্টের।
ভারতে আনলক ওয়ান শুরু হওয়ার পর থেকে করোনা সংক্রমণের নিত্যনতুন রেকর্ড গড়ছে। দেশে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮০ হাজার ৫৩২। এর মধ্যে মৃত্যু হয়েছে ১২ হাজার ৫৭৩জনের।
শুক্রবার শীর্ষ আদালতের মন্তব্য,
প্রতি রাজ্যে কোভিড পরীক্ষার চার্জ একই হোক। সর্বোচ্চ চার্জ ঠিক করুর কেন্দ্র। রাজ্য চাইলে চার্জ কমাতে পারে।