হাসিমারার সেনাছাউনিতে পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানান হল শহিদ বিপুল রায়কে।শুক্রবার দুপুরে তাঁর নিথর দেহ পৌঁছয় হাসিমারা সেনাছাউনিতে। কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবারের-সহ আত্মীয়-বন্ধুরা। শহিদকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন সাংসদ জন বার্লা, আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী। সৌরভ চক্রবর্তী বলেন, অন্যায় ভাবে দেশের সৈনিকদের হত্যা করেছে চিনারা। ভারতীয়রা তাঁদের কখনওই ক্ষমা করবে না।