এয়ারস্পেসে বিশেষ নজরদারি বিমান ভারতের

0
3

ইন্দো-চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এবার যুদ্ধ বিমান নিযুক্ত করল ভারত। এয়ার স্পেসে বিশেষ নজরদারির দায়িত্বে রয়েছে পিএইটআই বিমান। ডোকলাম-বিবাদের সময়ও নজরদারির দায়িত্ব ছিল এই পিএইটআই বিমানের ওপর। মার্কিন নৌসেনা এই বিমান ব্যবহার করে। আকাশ থেকে সমুদ্রের নিচে ডুবোজাহাজ খুঁজতে এই বিমানের জুড়ি মেলা ভার।
অন্যদিকে লাদাখ সংঘাতের পর বেজিংয়ের সমালোচনা করেছে ওয়াশিংটন। করোনায় যখন সারা বিশ্ব বিপর্যস্ত তখন একাধিক ফ্রন্ট খুলতে চাইছে চিন।