লাদাখ নিয়ে বিকেল পাঁচটায় সর্বদল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্স এ বৈঠক হবে। থাকবেন কুড়িটি দলের প্রতিনিধিরা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থাকবেন স্বয়ং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন, সোনিয়া গান্ধী, মায়াবতী, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে।, লাদাখ পরবর্তী রণকৌশল ঠিক করতে এই সর্বদলের ডাক দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।































































































































