লাদাখ নিয়ে পরবর্তী রূপরেখা ঠিক করতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বদল বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রয়েছেন ২০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়েছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডাও। রয়েছেন সনিয়া গান্ধী, শরদ পওয়ার, সীতারাম ইয়েচুরি, ডি রাজা, এম কে স্ট্যালিন, মায়াবতী, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেনরা। তবে বৈঠকে আম আদমি পার্টি, আরজেডি, জেএমএম, টিডিপি-র প্রতিনিধিরা নেই।






























































































































