অন্যায়ভাবে ফি নেওয়ার প্রতিবাদে ফের কলকাতার এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে বিক্ষোভ করলেন অভিভাবকরা। আজ, শুক্রবার জোকা বাকরাহাট দিল্লি পাবলিক স্কুলের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখান। তাঁদের বক্তব্য, তিনমাস স্কুল না হওয়া সত্বেও স্কুল কর্তৃপক্ষ তাঁদের কাছে বাসের ফি চাইছে।
পাশাপাশি, মাসিক টিউশন ফি ৩১০০ টাকা ছিল, সেটা বাড়িয়ে ৩,৪০০ টাকা করা হয়েছে। অভিভাবকদের বক্তব্য, লকডাউনের ফলে তাঁদের অনেকেরই কর্মক্ষেত্রে অবস্থা অত্যন্ত খারাপ। সেক্ষেত্রে মাসিক টিউশন ফি যেটুকু, সেটুকুই তাঁরা দিতে পারবেন, কোনওরকম বাড়তি ও আনুষঙ্গিক ফি তাঁরা দেবেন না।
আজ, শুক্রবার দিল্লি পাবলিক স্কুলের সামনে এই সকল ইস্যুতে বিক্ষোভ দেখান অভিভাবকরা। এবং স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলার ও দেখা করার চেষ্টা করতে থাকেন। কিন্তু অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে দেখা বা কথা বলেনি। অভিভাবকদের বক্তব্য, যতক্ষণ না স্কুল তাঁদের দাবি মানছে তাঁরা কোনওরকম ফি দেবেন না এবং এরপরেও বিক্ষোভ চালিয়ে যাবেন।




























































































































