নজর তিন রাজ্যে, কী হবে গুজরাটে?

0
1

শুক্রবার রাজ্যসভা ভোটে নজর মূলত তিন রাজ্যে। গুজরাট, রাজস্থান ও মধ্যপ্রদেশ। তিন রাজ্যে যে প্রার্থীদের দিকে নজর থাকবে তাঁরা হলেন, গুজরাটের শক্তি সিং গোহেল এবং ভরত সিং সোলাঙ্কি, মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং দিগ্বিজয় সিং এবং রাজস্থানের কেসি ভেনুগোপাল।

এরমধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলছে গুজরাটে। সেখানে মার্চ থেকে কংগ্রেসের ৮ বিধায়ক দল ছেড়েছেন। রাজ্যে ৪ টি আসনের জন্য বিজেপি ৩ জন প্রার্থী দিয়েছে। কংগ্রেসের হয়ে লড়ছেন ২ জন প্রার্থী। বিজেপির ৩ প্রার্থী হলেন অভয় ভরদ্বাজ, রমিলাবেন বারা এবং নরহরি আমিন। অন্যদিকে কংগ্রেসের ২ প্রার্থী হলেন শক্তিসিং গোহেল এবং ভরত সিং সোলাঙ্কি। গুজরাটে জয় পেতে একজন প্রার্থীর অন্তত ৩৪ টি ভোটের প্রয়োজন। গুজরাট বিধানসভায় কংগ্রেসের ৬৫ জন বিধায়ক রয়েছেন, যাদের অধিকাংশকেই গত সপ্তাহে আলাদা আলাদা তিনটি রিসর্টে রেখেছে কংগ্রেস হাইকম্যান্ড। ১৮২ সদস্যের গুজরাট বিধানসভায় বিজেপির ১০৩ জন সদস্য রয়েছেন। এখন দেখার কংগ্রেস তাদের দুই সদস্যকে জেতাতে পারে কিনা। নাকি বিজেপিই বাজিমাত করে।