করোনা-মুক্ত হয়েও যেন অস্পৃশ্য, এদের জন্য ‘ফলো- আপ ক্লিনিক’ আইডি-তে

0
1

করোনা-চিকিৎসায় আরও একধাপ এগিয়ে গেলো বাংলা৷

রোগমুক্ত হলেও এক সময়ে করোনা আক্রান্ত হয়েছিলেন, এমন রোগীরা রাজ্যজুড়েই হেনস্থার শিকার হচ্ছেন৷
করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরে তাঁদের চিকিৎসা বিভ্রাট চলছে। দুর্ভাগ্যজনকভাবে সমাজ এখনও কোভিড- ১৯-কে আর পাঁচটা রোগের মতো মেনে নিতে পারেনি৷ করোনায় আক্রান্ত হওয়ার পরই সমাজে কার্যত অস্পৃশ্য হয়ে পড়েছিলেন রোগীরা। সুস্থ হয়েও রেহাই পাচ্ছেন না। তার উপর কোনও রোগের চিকিৎসা করাতে গিয়ে হাজার সমস্যা আর প্রশ্নের মুখে পড়ে ফিরে আসতে হচ্ছে তাদের৷ করোনা- জয়ীরা অন্য যে কোনও রোগে অসুস্থ হলেও চিকিৎসা করাতে গেলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে৷

এবার তাদের জন্যই আইডি হাসপাতালে চালু হয়েছে “স্পেশাল ওপিডি”। প্রতি বুধবার আইডি হাসপাতালে সকাল ১১ টা থেকে বসেছে এই স্পেশাল ওপিডি। শুধু কলকাতা নয় রাজ্যের যে কোন প্রান্ত থেকেই সুস্থ হওয়া কোভিড রোগীরা এখানে ফলোআপের জন্য আসতে পারবেন। একের পর এক এ ধরনের ঘটনা, অভিযোগ আকারে শোনার পর শেষ পর্যন্ত করোনা ফলোআপ ক্লিনিক নামে স্পেশাল ওপিডি খুলে দিয়েছে আইডি। আইডি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য স্বপন সমাদ্দার বলেছেন, “কলকাতাই শুধু নয়, রাজ্যের বেশ কিছু জায়গা থেকে খবর আসছিলো যে যারা করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ভবিষ্যতে তাদের চিকিৎসার সমস্যা হচ্ছে। অনেককেই চিকিৎসা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন৷ হতাই করোনায় সুস্থ হয়ে যাওয়া রোগীদের জন্য এবার ফলোআপের জন্য স্পেশাল ওপিডি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে নিয়মিত চলবে এই স্পেশাল ওপিডি।”